Unite calls for an immediate ceasefire [Nov 3, 2023]
অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউনাইট
শুক্রবার ৩ নভেম্বর, ২০২৩
১৮ অক্টোবর টিইউসি জেনারেল কাউন্সিল সহ ইউনাইট প্রণীত এবং স্বাক্ষরিত বিবৃতির পর এবং চলমান সহিংসতার বৃদ্ধির কারণে, ইসরাইল এবং গাজার সকল পক্ষের প্রতি ইউনাইট অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানায়।
অসহনীয় সন্ত্রাস, দুর্ভোগ এবং নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু – প্রতিদিন সাধারণ মানুষ, সাহায্য কর্মী এবং হাজার হাজার শিশুর মৃত্যু – এর অবসান ঘটাতে হবে।
সকল বেসামরিক নাগরিকের সুরক্ষা, সকল জিম্মিকে অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া এবং খাদ্য, পানি, বিদ্যুৎ, চিকিৎসা, স্যানিটারি এবং জ্বালানী সরবরাহ পুনরুদ্ধার নিশ্চিত করে আমরা সব পক্ষকে আন্তর্জাতিক আইনকে সম্মান করার আহ্বান জানাই।
আন্তর্জাতিক আইন এটা স্পষ্ট করেছে যে বেসামরিক নাগরিকদের পরিকল্পিতভাবে হত্যা, জিম্মি করা এবং সম্মিলিত শাস্তি প্রদান যুদ্ধাপরাধ। হামাস এবং ইসরায়েলি সরকার কর্তৃক সংঘটিত অপরাধের নিন্দা করতে হবে এবং আন্তর্জাতিক আইনকে সমন্বিত রাখতে হবে।
সংঘাত চলমান থাকাকালীন মানবিক সাহায্য প্রবেশের সুবিধার্থে মানবিক করিডোর খোলা এবং সেটা চালু রাখা অপরিহার্য।
সকলের জন্য মানবাধিকার নিশ্চিত করে এবং নিপীড়ন, সহিংসতা ও জাতিগত নির্মূলের পাশাপাশি ফিলিস্থিনি ভূখন্ডের সামরিক দখলদারিত্ব এবং গাজা অবরোধের অবসান ঘটিয়ে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের উপর ভিত্তি করে একটি ব্যাপক এবং স্থায়ী শান্তির জন্য কাজ করতে সকল আন্তর্জাতিক সম্প্রদায়কে ইউনাইট আহ্বান জানায়।
ইউনাইট ব্রিটেন এবং আয়ারল্যান্ডে, মুসলিম বিরোধী বর্ণবাদ, ইহুদি বিদ্বেষ এবং ফিলিস্থিনি ও আরবদের প্রতি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে কাজ করবে যা এই সংঘাতের কারনে আমাদের কর্মক্ষেত্র এবং সম্প্রদায়গুলিতে বিস্তৃতি হচ্ছে। এই সংঘাতে যা কিছু ঘটছে তার জন্য যাতে আমাদের সদস্যদেরকে লক্ষ্যবস্তু বা দোষারোপ করা না হয় সেটাও আমরা নিশ্চিত করব।
এই সংঘাতের ভুক্তভোগীদের দুর্ভোগ লাঘব করতে এবং শান্তির প্রতি সমর্থন ও প্রচার করতে আমাদের সহযোগী ইউনিয়ন, TUC, STUC, WTUC, ICTU এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (ITUC) এর সাথেও ইউনাইট কাজ করবে।
আই ইউ এফ এশিয়া/প্যাসিফিক কর্তৃক অনুদিত।